তেল-চিনির পর এবার আলু-পেঁয়াজের বাজারে অস্থিরতা

0

তেল-চিনির পর এবার আলু-পেঁয়াজের বাজারেও শুরু হলো অস্থিরতা। সিন্ডিকেটের একের পর এক অপকৌশলে অস্থির হয়ে উঠেছে পুরো নিত্যপণ্যের বাজার। সরকারের পক্ষ থেকে নিয়মিত তদারকি থাকলেও সিন্ডিকেট কৌশলের কাছে অসহায় ক্রেতারা।

মাছ-মাংস, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দামের ঊর্ধ্বগতিতে এমনিতেই নাকাল সাধারণ ক্রেতারা। নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের তো ‘নুন আনতে পান্তা ফুরোয়’ অবস্থা। এতে মিশ্রপ্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের। তেল-চিনির পর পর এবার নতুন করে অস্থির হয়ে উঠেছে আলু-পেঁয়াজের বাজার। বাঙালির নিত্য প্রয়োজনীয় এই দুটি পণ্যের লাগামহীন দামের কারণে, নতুন করে বিপাকে পড়তে হচ্ছে ক্রেতাদের। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে পাইকারি বাজারে প্রতি পাল্লা অর্থাৎ ৫ কেজি আলু বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। খুচরা বাজারে যা বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। অথচ দেড় মাস আগে পাইকারি বাজারে প্রতি পাল্লা আলু বিক্রি হয় ১০০ টাকায় এবং খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হয় ২২-২৫ টাকায়। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আরো বেশি নজরদারী প্রয়োজন বলে মনে করেন সবাই।

Share.

Comments are closed.