কমছে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন বাজেট

0

রেকর্ড পরিমাণে বরাদ্দ কমছে চলতি অর্থবছরের ২০২২-২৩ বার্ষিক উন্নয়ন বাজেট। সব মিলিয়ে দুই লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করা হয়েছে। বুধবার শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়।

সংশোধিত বার্ষিক উন্নয়ন বাজেটে বরাদ্দ কমেছে বিদ্যুৎ-জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খাতে। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পপনা প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে সাড়ে ৭৪ হাজার কোটি টাকায়। বিদ্যুতের দামের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুতে সরকার ভূর্তকি দিয়েই যাচ্ছে। এই ঘাটতি কমাতেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। যেকোন সময় অর্থনৈতিক উত্থান পতন হতে পারে। এজন্য একনেক সভায় প্রধানমন্ত্রী সবাইকে সতর্কভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রী।

Share.

Comments are closed.