কালোবাজারি আর মজুদ কারবারিদের অত্যাচারে ক্ষুদ্র ব্যবসায়ীরা শেষ হয়ে যাচ্ছে

0

কালোবাজারি আর মজুদ কারবারিদের অত্যাচারে ক্ষুদ্র ব্যবসায়ীরা শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। রোববার রাজধানীর টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকারের আয়োজিত মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এসময় জাতীয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে বলা হয়, নিত্যপণ্যের মূল্য ঠিক রাখতে এবারেরর রোযায় অন্যান্যবারের তুলনায় রাজধানীসহ সারাদেশের বাজারে অভিযান চলবে। প্রয়োজনে বাজার কমিটিও বিলুপ্ত করা হবে।

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণের মুল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে অংশীজন এবং ঢাকা সিটির অধীন বাজার সমিতিগুলোর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট করে সবকিছুর দাম বাড়িয়ে চলেছে। যার প্রভাব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর পড়ছে। এ সময় ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, দেশে বড় ধরনের কোন উৎসব আসলেই সরকার ও সংশ্লিষ্টরা আতংকে থাকে। অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয় । পণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করলে অন্যাবারে চেয়ে এবার কঠোর শাস্তির হুশিয়ারি দেন সংশ্লিষ্টরা। রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে শহর থেকে উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে বাজার মনিটরিং ব্যবস্থাকে আরো জোরদার করা হবে বলেও জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

Share.

Comments are closed.