চারদিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু

0

প্লাস্টিক শিল্পকে আরও শক্তিশালী করতে প্লাস্টিক বর্জ্য রিসাইকলের পাশাপাশি কমপ্লায়েন্স কারখানা ও নীতি সহায়তা নিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি এর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। প্লাস্টিক পণ্যের প্রসার ও রপ্তানি বাড়াতে রাজধানী ঢাকার পূর্বাচলে চারদিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব দাবি জানান ব্যবসায়িরা।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, প্লাস্টিক খাতের উন্নয়নে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত সরকার। এরই মধ্যে বাংলাদেশের প্লাস্টিক পণ্য বিদেশে একটি জায়গা করে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি। এফবিসিসিআই সভাপতি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রতিবছর তিনশো কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করতে হবে। এবারের মেলায় বিশ্বের ২১টি দেশের ৫৭৪টি কোম্পানি পণ্য ও টেকনিক্যাল মেশিন নিয়ে অংশ নিয়েছে।

Share.

Comments are closed.