ডিলারদের কাছে জিম্মি ক্ষুদ্র ব্যবসায়ীরা

0

ডিলারদের কাছে জিম্মি ক্ষুদ্র ব্যবসায়ীরা। ডিলাররা পণ্য মজুদ রেখে ইচ্ছামতো দাম বাড়ায় আর সেই প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। সোমবার টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকারের আয়োজিত মতবিনিময় সভায় এ অভিযোগ করেন ক্ষুদ্র ব্যবসায়িরা। এসময় ভোক্তাদের অধিকার রক্ষায় কাজ করা  বিভিন্ন সংগঠনের নেতারা অভিযোগ করেন, ব্যাংকে বাড়তি টাকা দিলেই মিলছে এলসি।

গরম মসলার মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে সোমবার মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে ব্যবসায়ীরা বলেন, ডিলারদের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণসহ এলসি সমস্যার সমাধান হলে পুরো বাজার নিয়ন্ত্রণে আসবে। ব্যাংকে বাড়তি টাকা না দিলে এলসি খুলতে জটিলতার সৃষ্টি হচ্ছে বলে এ সময় অভিযোগ করে বিভিন্ন নামগরিক সংগঠন। ডিলারদের মাধ্যমে নয়, সরাসরি কোম্পানি থেকে ক্ষুদ্র ব্যবসায়িদের কাছে পণ্য তুলে দেয়া হবে। এমন আশ্বাস দিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা ঝোলাতে আবারও দেয়া হয় কঠোর নির্দেশ। খাবার বা যেকোন পণ্যে টেক্সটাইল কেমিক্যাল মিশালে ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করাসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন অধিদপ্তরের কর্মকর্তারা।

Share.

Comments are closed.