তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যা পাওয়া বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল

0

একসময় তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যা পাওয়া বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। গত এক দশকে বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতি অনেকটাই পাল্টে গেছে। ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ হতে যাচ্ছে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ। বর্তমানে দেশে বছরে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের সুযোগ রয়েছে। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর দ্বিতীয় দিনে দেশের নীতি নির্ধারকরা বিদেশি উদ্যোক্তাদের কাছে এসব তথ্য তুলে ধরেন।

রোববার সকালে বিজনেস সামিট শুরু হয় একটি প্লেনারি সেশন দিয়ে। এতে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, নীতিনির্ধারকসহ বিদেশ থেকে আগত উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নেন। ‘বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এই অধিবেশনে জানানো হয়, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিসহ সবুজ বিনিয়োগে সুযোগ রয়েছে দেড় হাজার কোটি ডলারের। এসব বিনিয়োগ টেকসই করতে দেশে আন্তর্জাতিক মানের বিনিয়োগ সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বের অধিকাংশ সবুজ কারখানা এখন বাংলাদেশে, এ কথা উল্লেখ করে সরকারের নীতি নির্ধারকরা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। সেশনে বাংলাদেশের মূল খাতগুলোতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ক্ষেত্রে কী কী সুযোগ-সুবিধা রয়েছে সেগুলো তুলে ধরা হয়।

Share.

Comments are closed.