দোকানে অতিরিক্ত পন্য মজুদ করলে লাইসেন্স বাতিল

0

দোকানে অতিরিক্ত পন্য মজুদ করলে লাইসেন্স বাতিল ও দোকানীরা অনিয়ম করলে বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন হুশিয়ারি দিয়েছেন ভোক্তা অ ধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। শনিবার সকালে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে অভিযান পরিচালনাকালে এই হুশিয়ারি দেন তিনি। চিনি কেনার পর পাইকারী দোকান থেকে রশিদ পাওয়া যায় না বলে অভিযোগ করেন মুদি দোকানীরা। এদিকে হাটেগু লো গরু ও ছাগলের কৃত্রিম সঙ্কট তৈরির কারণে বাজারে মাংসের দাম বেশি।

চিনি কেনার পর পাইকারী দোকান থেকে রশিদ দেওয়া হয় না বলে অভিযোগ করেন রাজধানীর নিউমার্কেটের মুদি দোকানীরা। অথচ সেই রশিদ না থাকায় জরিমানা গুনতে হয় সাধারন দোকানীদের। আর গুরু ও খাসির মাংসের বিক্রেতাদের অভিযোগ, গাবতলীসহ রাজধানীর বিভিন্ন হাটে গুরু ও ছাগলের কৃত্রিম সঙ্কট তৈরি করে ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত দাম আদায়ের কারণে মাংসের দামে থাকছে আগুন। রোজার দ্বিতীয় দিনে রাজধানীর নিউমার্কেটে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৭০ টাকা কেজি দরে বেগুন বিক্রি করায় এক দোকানিকে ১ হাজার টাকা এবং ব্রয়লার মুরগির দাম বেশি রাখায় জরিমানা করা হয় কয়েকজন ব্যবসায়ীকে। অভিযান চলাকালে প্রতিষ্ঠানের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, মূল্যবৃদ্ধিতে কেউ কারসাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আগে থেকে এলাকার নাম জানিয়ে এবং ঘোষণা দিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার বিষয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে সাধারন মানুষের মাঝে।

Share.

Comments are closed.