বাজারে মুরগি ও গরুর মাংসের দাম না কমালে সরকার আমদানির পথে হাঁটবে

0

শিগগিরই বাজারে মুরগি ও গরুর মাংসের দাম না কমালে সরকার এগুলো আমদানির পথে হাঁটবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি- এফবিসিসিআই। আর কোনো বাজারে পণ্যের দাম বেশি রাখা হলে বাজার কমিটি বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হবে।’ বৃহস্পতিবার রাজধানীতে প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে রমজান উপলক্ষে সাধারন ব্যবসায়িদের সঙ্গে মতবিনিময় সভা এমন হুশিয়ারি দেন এফবিবিসিআই সভাপতি।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত, সরবরাহ, বাজার পরিস্থিতি ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ সময় বাজারে নিত্যপণ্যের উধ্বগতির পেছনের কারণ হিসেবে তুলে ধরেন অনেক ধরণের অভিযোগ। তবে এসব কারণ অযৌক্তিক উল্লেখ করে এফবিসিআই সভাপতি বলেন, কোনো বাজারে বেশি মূল্য রাখা হলে সেই বাজার কমিটি বাতিল করবে সরকার। একইসঙ্গে দাম বেশি নেওয়া প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হবে। এ সময় গরুর মাংসের দাম নিয়ে প্রশ্ন তুলে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, বর্তমান অবস্থা চলতে থাকলে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম কমাতে সরকার আমদানির উদ্যোগ নেবে। তবে সভায় সব ধরণের পাইকারি ও খুচরা ব্যবসায়ী এলেও আসেননি মুরগি ব্যবসায়ীরা বা তাদের কোনো প্রতিনিধি।

Share.

Comments are closed.