বিজনেস সামিটে বিশ্বের কাছে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা হয়েছে

0

বিজনেস সামিটের মধ্য দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা হয়েছে। আর এতে করে বি দেশী বিনিয়োগের সম্ভাবনা অনেকটা নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে দেশে ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সোমবার বিকালে বিজনেস সামিটের’ ২০২৩-এর সমাপনী দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন।

বিজনেস সামিট’ ২০২৩-এর সমাপনী দিনে আয়োজক সংগঠন এফবিসিসিআই-এর সংবাদ সম্মেলনে বলা হয়,  বিশাল এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা হয়েছে বিদেশি ব্যবসায়িদের কাছে। আর তারা তা গ্রহন করছেনে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে। পদ্মাসেতুসহ  ১০০ অর্থনৈতিক অঞ্চলের কারণে বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। আর সেখানে বিদেশীরা আশানুরূপ বিনিয়োগ করলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন সম্ভব বাংলাদেশে। সামিটের মাধ্যমে চিহ্নিত হওয়া ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জগুলো সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে এ সময় জানান তিনি।

Share.

Comments are closed.